📜 Terms & Conditions (শর্তাবলী)

Shamoly Music ওয়েবসাইট ব্যবহার করে আপনি নিম্নলিখিত শর্তগুলো মেনে নিচ্ছেন।

ওয়েবসাইট ব্যবহার

  • এই ওয়েবসাইটে প্রদত্ত সব কনটেন্ট, কোর্স, ছবি ও তথ্যের মালিক Shamoly Music।

  • কোনো কনটেন্ট অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

পেমেন্ট ও সার্ভিস

  • পেমেন্ট সফল হওয়ার পর অর্ডার বা কোর্স অ্যাক্সেস নিশ্চিত করা হবে।

  • ওয়েবসাইটে প্রদত্ত মূল্য, অফার বা প্রমোশন যেকোনো সময় পরিবর্তন করা হতে পারে।

দায়বদ্ধতা সীমাবদ্ধতা

  • টেকনিক্যাল ত্রুটি, সার্ভার সমস্যা বা ইন্টারনেট বিভ্রাটের জন্য আমরা দায়ী নই।

  • আমরা ব্যবহারকারীর ভুল তথ্য প্রদানের জন্য দায় নেব না।

error: Content is protected !!
Scroll to Top