আমাদের সম্পর্কে

অনেক বাবা-মা আছেন, যারা মিউজিক ভালোবাসেন এবং চান— তাঁদের সন্তান পড়াশোনার পাশাপাশি সংগীত শিক্ষায়ও এগিয়ে যাক। কিন্তু সময়ের অভাব, যাতায়াতের অসুবিধা অথবা সঠিক গাইডলাইনের অভাবে অনেকে সন্তানদের মিউজিক শেখাতে পারেন না। আমরাও সেই চাহিদা এবং সমস্যাগুলো অনুভব করেছি। সেই ভাবনা থেকেই গড়ে তুলেছি এই অনলাইন প্লাটফর্ম। এইখানে অভিজ্ঞ ও দক্ষ মিউজিক শিক্ষকদের কাছ থেকেই আপনার সন্তান ঘরে বসেই গান ও বাদ্যযন্ত্র শিখতে পারবে— সহজে, নিরাপদে এবং আনন্দের সাথে।

আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য

সংগীত শিক্ষা এখন ঘরে বসেই! সময় বা দূরত্ব—আর কোনো বাধা নয়। আপনার সোনামণির সংগীত শিক্ষা এখন ঘরে বসেই। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য: ঘরে বসেই সংগীত শেখার সুযোগ করা। সময় ও যাতায়াতের ঝামেলা ছাড়াই ক্লাস করতে পারা। অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে গাইডলাইন পাওয়া। শহর বা গ্রাম—সব শিশুদের জন্য সমান সুযোগ করা। শিশুদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। আপনার সন্তানের প্রতিভা যেন থেমে না যায় সময় বা অবস্থানের কারণে। আজই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং উপহার দিন আপনার সোনামণিকে এক অনন্য সংগীত শিক্ষার ।

গ্যালারি দেখুন

error: Content is protected !!
Scroll to Top