
আমাদের সম্পর্কে
অনেক বাবা-মা আছেন, যারা মিউজিক ভালোবাসেন এবং চান— তাঁদের সন্তান পড়াশোনার পাশাপাশি সংগীত শিক্ষায়ও এগিয়ে যাক। কিন্তু সময়ের অভাব, যাতায়াতের অসুবিধা অথবা সঠিক গাইডলাইনের অভাবে অনেকে সন্তানদের মিউজিক শেখাতে পারেন না। আমরাও সেই চাহিদা এবং সমস্যাগুলো অনুভব করেছি। সেই ভাবনা থেকেই গড়ে তুলেছি এই অনলাইন প্লাটফর্ম। এইখানে অভিজ্ঞ ও দক্ষ মিউজিক শিক্ষকদের কাছ থেকেই আপনার সন্তান ঘরে বসেই গান ও বাদ্যযন্ত্র শিখতে পারবে— সহজে, নিরাপদে এবং আনন্দের সাথে।
