আমার সম্পর্কে

যে সকল শিশু গান বা বাদ্যযন্ত্রের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে তারা উচ্চতর গণিতে এবং বিজ্ঞানে খুবই ভালো হয়। গান ও বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত শিশুদের চিন্তাশক্তি অন্যান্য শিশুদের তুলনায় খুব বেশি হয় এবং তারা অন্য শিশুদের তুলনায় খুব দ্রুত নতুন নতুন শব্দ শিখতে পারে।

অনেক বাবা মায়েরা আছেন মিউজিক কে ভালোবাসেন বা চান সন্তানদের পড়াশোনার পাশাপাশি মিউজিক শিক্ষাকেও সঙ্গী করতে। কিন্তু সময়ের অভাবে কোন সংগীত প্রতিষ্ঠানে গিয়ে বা সঠিক গাইডলাইন না থাকার কারণে সন্তানদেরকে মিউজিক শেখাতে পারেন না। আমরা ঠিক আপনাদের মত এমন ব্যক্তিদের কথা চিন্তা করেই অভিজ্ঞ মিউজিক শিক্ষক দ্বারা আপনাদের সন্তান যেন ঘরে বসেই অনলাইন মিউজিক ক্লাস করতে পারে। তার জন্যই আমাদের এই অনলাইন প্লাটফর্মটি।

আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য

আপনি কি জানেন আপনার শিশুর বুদ্ধি ও মেধা বিকাশের সহায়তা করে মিউজিক, একমাত্র মিউজিকই শিশুদের ধৈর্য শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে। .এই জন্যই ছোট সোনামণিদের মনোযোগ বাড়াতে মিউজিক শেখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু বর্তমান এই সময়ে গেমিং ও কার্টুনের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়ছে আমাদের এই ছোট সোনামনিরা। তাই একমাত্র আমরা এই মিউজিকের মাধ্যমেই আমাদের ছোট সোনামণিদের এই গেমিং ও কার্টুনের প্রতি আসক্ত থেকে মুক্ত করতে পারি।

সংগীত শিক্ষা শিশুদের শৃঙ্খলাবোধ শেখায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। একমাত্র সংগীতই পারে আপনার সন্তানকে স্কুলে তার সকল বন্ধুদের থেকে শিক্ষকদের কাছে ও সকলের কাছে তাকে আকর্ষণীয় করে তুলতে।

গ্যালারি দেখুন

error: Content is protected !!